শিশু মনোবিজ্ঞান প্রশ্নমালা: TET পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক গাইড#2

 1.Who is the father of modern psychology?

 আধুনিক মনোবিজ্ঞানের জনক হিসাবে কাকে বিবেচনা করা হয় ?

 HP TGT- TET-2017

(ক)উইলিয়াম জেমস( William James)

(খ) ওয়াটসন ( Watson) 

(গ) এস বান্দুরা ( S. Bandura)

(ঘ) কোনোটিই নয়( None of the above)

উত্তর।। (ঘ) কোনোটিই নয়



2.The father of  behaviourism is

আচরন বাদের জনক কে?


Tripura TET-2019

ক) জে  বি ওয়াটসন ( JB Watson) 

খ) ই এল থর্নডাইক(E. L.Thorndike) 

গ)অ্যারিস্টোটল (Aristotole) 

ঘ) উপরের কোনটাই নয় (None of the above)


উত্তর।।ক) জে  বি ওয়াটসন ( JB Watson) 


3.The stage in which a child begins to think logically about objects and events is know as 

যে পর্যায়ে একটি শিশু বস্তু এবং ঘটনা সম্পর্কে যৌক্তিকভাবে চিন্তা করতে শুরু করে তা হল-


UPTET-2011,HP TET-2018

(ক) সংবেদন-সঞ্চালন স্তর ( sensori-motor stage)

(খ) যৌক্তিক সক্রিয়তার স্তর (formal operational stage)

(গ)প্রাক সক্রিয়তার স্তর ( pre-operational stage)

(D) মূর্ত সক্রিয়তা স্তর (concrete operational stage.)

উত্তর।।মূর্ত সক্রিয়তা স্তর (concrete operational stage.)



4.Four distinct stages of children's intellectual development were identified by

শিশুদের বৌদ্ধিক বিকাশের চারটি স্বতন্ত্র স্তর যার দ্বারা চিহ্নিত করা হয়েছিল-

UPTET-2011,Tripura TET-2018,CTET-2011

(A) Kohlberg-(কোহলবার্গ)

(B) Erikson-(এরিকসন) 

(C) Skinner-(স্কিনার)

(D) Plaget-(পিয়াঁজে) 

উত্তর।।(D) Plaget-(পিয়াঁজে) 


5.Parents should play a ------------------role in the learning process of young children.

ছোট বাচ্চাদের শেখার প্রক্রিয়াতে পিতামাতার একটি ---------------- ভূমিকা পালন করা উচিত।

UPTET-2011,CTET-2011

(A) negative-নেতিবাচক

(B) Proactive -সক্রিয়

(C) sympathetic-সহানুভূতিশীল

(D) neutral-নিরপেক্ষ

উত্তর।।(C) Proactive -সক্রিয়

6.'Dyslexia' is associated with

ডিসলেক্সিয়া 'কিসের সাথে সম্পর্কিত

CTET-2011

(1) Mental disorder-মানসিক ব্যাধি


(2) Mathematical disorder-গাণিতিক ব্যাধি


(3) Reading disorder-পঠন ব্যাধি


(4) Behavioural disorder-আচরণগত ব্যাধি

উত্তর।।Reading disorder-পঠন ব্যাধি



7.Which is the place where the child's cognitive development is defined in the best way?

কোন স্থানে  শিশুর প্রজ্ঞামূলক  বিকাশের উত্তম স্থান হিসাবে   বিবেচিত করা হয়েছে?

HTET-2015,UPTET-2011

(A) Playground-খেলার মাঠ

(B) Auditorium-অডিটোরিয়াম

(c)School and classroom-বিদ্যালয় ও শ্রেনীকক্ষ

(D) Home-গৃহ

Ans-(c)School and classroom-বিদ্যালয় ও শ্রেনীকক্ষ

8."Children actively construct their understanding of the world" is a statement attributed to

শিশুরা সক্রিয়ভাবে বিশ্বের সম্পর্কে তাদের উপলব্ধি নির্মান করে"  বক্তব্যটি  সাথে  সম্পর্কিত -

CTET-2011


(a) Piaget-পিয়াঁজে 

(b) Pavlov-প্যাভলভ 

(c) Kohlberg-কোহলবার্গ 

(d) Skinner-স্কিনার

উত্তর।। Piaget-পিয়াঁজে



9.The 'insight theory of learning' is promoted by 

'শিখনের অন্তর্দৃষ্টি মূলক তত্ত্ব'  দ্বারা প্রচারিত হয়

CTET-2011

A) 'Gestalt theorists-গেস্টাল্টবাদী

B) Pavlov-প্যাভলভ

C) Jean Piaget-পিয়াঁজে 

D) Vygotsky-বাইগটস্কি


Correct Answer: A:Gestalt theorists-গেস্টাল্ট তাত্ত্বিকরা



10.The term 'curriculum' in the field of education refers to

শিক্ষার ক্ষেত্রে 'পাঠ্যক্রম' শব্দটি বোঝায়

CTET-2011

(1) methods of teaching and the content to be taught

 শিক্ষার পদ্ধতি এবং বিষয়বস্তু যা শেখানো হবে

(2) overall programme of the school which students experience on a day-to-day basis

বিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ড যা শিক্ষার্থীরা প্রতিদিনের ভিত্তিতে অভিজ্ঞতা অর্জন করে

(3) evaluation process

মূল্যায়ন পদ্ধতি 

(4) text-material to be used in the class

 পাঠ্য-উপকরন যা শ্রেনী কক্ষে ব্যবহৃত হয়


Correct Answer: (2) overall programme of the school which students experience on a day-to-day basis

বিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ড যা শিক্ষার্থীরা প্রতিদিনের ভিত্তিতে অভিজ্ঞতা অর্জন করে



11.------------------is the considered a sign of motivated teaching.

--------------------- এটি অনুপ্রাণিত শিক্ষার লক্ষণ হিসাবে বিবেচিত হয়।


UPTET-2011


A Maximum attendance In class-শ্রেনী কক্ষে সর্বাধিক উপস্থিতি

(B) Remedial work given by the teacher -শিক্ষকের দেওয়া সংশোধন মূলক কাজ

C) Questioning by students-শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ

(D) Pin drop silence in the class.শ্রেনীকক্ষে  নীরবতা

উত্তর।।C) Questioning by students-শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ



12.Whose definition is this? "Psychology is the most basic science of Education"

এটি কার সংজ্ঞা? "মনোবিজ্ঞান শিক্ষার সর্বাধিক প্রাথমিক বিজ্ঞান"


HTET -2021


A. Skinner -স্কিনার 
B. Davis -ডেভিস
C. B.N. Jha- বি এন ঝা
D. None of these-উপরের কোনোটাই নয়

উত্তর।।Davis -ডেভিস


13.Which of the following methods is considered the most scientific and objective method of studying behavior? 

নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি আচরণ অধ্যয়নের সবচেয়ে বৈজ্ঞানিক এবং উদ্দেশ্যমূলক পদ্ধতি হিসাবে বিবেচিত হয়? 

 HTET -2021

A. Experimental method।। পরীক্ষামূলক পদ্ধতি

B. Observation method।। পর্যবেক্ষণ পদ্ধতি

C.Survey method।।জরিপ পদ্ধতি

D. Case study method।।কেস স্ট্যাডি পদ্ধতি

উত্তর।।Experimental method।। পরীক্ষামূলক পদ্ধতি

14.Kohler is associated with which of the

following ?

নিন্মলিখিতের মধ্যে কোহলার কোনটির সাথে যুক্ত  ?


UPTET-2021


(1) Theory of Motivation।। প্রেষনার তত্ত্ব

(2) Theory of Learning।।শিখনের তত্ত্ব

(3) Theory of Personality।।ব্যক্তিত্বের তত্ব

(4) Theory of Development।।বিকাশের তত্ত্ব


Ans-Theory of Learning।।শিখনের তত্ত্ব

16. According to McDougall the number of instincts are

ম্যাকডুগালের মতে প্রবৃত্তির সংখ্যা কত?


UPTET-2021

(1)15

(2)10

(3)14

(4)12

উত্তর।।(3)14


17. Brainstorming Model of Teaching is

used to improve which of the following ?

 

শিক্ষার ব্রেইনস্টর্মিং মডেল নিচের কোনটি উন্নত করতে ব্যবহৃত হয় ?

UPTET-2021

(1) Understanding-বোঝাপড়া

(2) Problem solving-সমস্যা সমাধান

(3) Creativity-সৃজনশীলতা

(4) Application-প্রয়োগ

উত্তর।।Creativity-সৃজনশীলতা


ব্রেইনস্টমিং পদ্ধতির সাহার্য্যে গ্রুপে বা একক ভাবে কোনো সমস্যার সমাধানে একগুচ্ছ সৃজনশীল ধারনার বহিঃপ্রকাশ ঘটে।

18.Dog' was the experimentee in whose

experiment ?

কুকুর নিয়ে পরীক্ষা করেছিলেন কে?

UPTET-2021

(1) Skinner-স্কিনার

(2) Kohler-কোহলার

(3) Thorndike-থর্নডাইক 

(4) Pavlov-প্যাভলভ

উত্তর।।4) Pavlov-প্যাভলভ

প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ায় প্যাভলভ কুকুর নিয়ে পরীক্ষা করে।


19. Originality, flexibility and flow are the

components of which of the following?

মৌলিকতা, নমনীয়তা এবং প্রবাহ হয় নিচের কোনটির উপাদানে ?

UPTET-2021

(1) Intelligence-বুদ্ধিমত্তা

(2) Motivation-প্রেষনা

3) Personality-ব্যক্তিত্ব

(4) Creativity-সৃজনশীলতা

উত্তর।।(4) Creativity-সৃজনশীলতা


20.Educational Psychology is helpful in |

শিক্ষাগত মনোবিজ্ঞান সহায়ক-

   HTET 2021

 A. Maintaining discipline |। শৃঙ্খলা বজায় রাখা
  

 B. Knowledge of Child Development |শিশু বিকাশের জ্ঞান
 

 C. Evaluation |  মূল্যায়ন

D. All round development. | সর্বাঙ্গীণ বিকাশসাধন

উত্তর।।D. All round development. | সর্বাঙ্গীণ বিকাশসাধন


21. If a previously learned  task impedes

a new task, which is being learnt.This transfer of learning will be 

||যদি পূর্বে শেখা কোন কাজ নতুন কোনো কাজ শেখার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে তবে  এইধরনের স্থানান্তরকে বলা  হবে:||


HTET-2020


(a) Positive Transfer-ইতিবাচক স্থানান্তর

(b) Negative Transfer-নেতিবাচক স্থানান্তর

(c) Zero Transfer-জিরো ট্রান্সফার

(d) Primary-প্রাথমিক

Ans-(b) Negative Transfer-নেতিবাচক স্থানান্তর




22. Which of the following is not a stage of Freud's Psycho-Sexual development?

নিচের কোনটি ফ্রয়েডের সাইকো-সেক্সুয়াল বিকাশের পর্যায় নয়?

HTET-2020

(a) Oral Stage||মৌখিক অবস্থা

(b) Pre operational Stage||প্রাক সক্রিয়তার স্তর

(c) Latency Stage||সুপ্তযৌন অবস্থা

(d) Anal Stage||পায়ু অবস্থা

উত্তর||(b) Pre operational Stage||প্রাক সক্রিয়তার স্তর




23. Which schedule of reinforcement is

most effective ?

প্রবলকের কোন সময়সূচী সবচেয়ে কার্যকর ?

HTET-2020


( a) Variable ratio ||পরিবর্তনশীল অনুপাত

(b) Continuous reinforcement||নিরবিচ্ছিন্ন প্রবলক

(c) Fixed-interval||ফিক্সড ইন্টারভাল

(d) Fixed-ratio||স্থির অনুপাত

Ans:( a) Variable ratio ||পরিবর্তনশীল অনুপাত





24.Family is a means of

পরিবার হল 

Tripur TET-2018

a) formal education||প্রথাগত শিক্ষা

b) informal education||অনিয়ন্ত্রিত শিক্ষা

c) non-formal education||অপ্রথাগত শিক্ষা

d) distance education||দূরাগত শিক্ষা

উত্তর||b) informal education||অনিয়ন্ত্রিত শিক্ষা





25.Psychology is the science of _______

মনোবিজ্ঞান _______ এর বিজ্ঞান

HTET-2017


a) Human being|| মানুষের

b) Animal Behaviour|| প্রানীর আচরনের

c) Behaviour of Humans||মানুষের আচরনের

d) Attitude||মনোভাব

উত্তর।।Behaviour of Humans||মানুষের আচরনের




26.A 'hidden curriculum' implies here that

 'লুকায়িত পাঠ্যক্রম' বলতে এখানে বোঝায় যে-

CTET-2012

a) boys need preferential treatment ||ছেলেদের অগ্রাধিকার চিকিত্সা প্রয়োজন

b) the school system enforces sexual stereotypies||স্কুল ব্যবস্থা যৌন স্টেরিওটাইপিসকে জোর করে

c) the curriculum is gender biased||পাঠ্যক্রমটি লিঙ্গ পক্ষপাতদুষ্ট

d) girls need more attention while teaching||পড়ানোর সময় মেয়েদের আরও মনোযোগ প্রয়োজন

উত্তর||the curriculum is gender biased||পাঠ্যক্রমটি লিঙ্গ পক্ষপাতদুষ্ট





27.The word curriculum means?
ASAm TET-2010

পাঠ্যক্রম শব্দের অর্থ?

1. Course to force||বলপ্রয়োগের পথ
2. Course to run||দৌড়ের পথ
3. Syllabus of school||বিদ্যালয়ের পাঠ্যসূচী
4. Yearly syllabus|| বার্ষিক পাঠ্যসূচি 


উত্তর||2. Course to run||দৌড়ের পথ



28.A modern Indian educationist who was very much naturalist is

একজন আধুনিক ভারতীয় শিক্ষাবিদ যিনি চরম  প্রকৃত বাদী ছিলেন

[A] Swami Vivekananda||বিবেকানন্দ

[B] Rabindranath Tagore||রবীন্দ্রনাথ

[C] Sri Aurobindo||অরবিন্দ

[D] J. Krishnamurti||কৃষ্ণমূর্তি 


উত্তর।।[B] Rabindranath Tagore||রবীন্দ্রনাথ



29.According to Kothari Commission (1964-66)

||কোঠারি কমিশন অনুসারে (1964-66)

CTET-2021


A) Mathematics should be made a compulsory subject for the students of classes/grades I to X, as a part of general education.

||সাধারণ শিক্ষার অংশ হিসাবে প্রথম থেকে দশম শ্রেণির  শিক্ষার্থীদের জন্য গণিত বাধ্যতামূলক বিষয় করা উচিত

B) It is only an imagination that mental abilities, discipline, cultural, social and moral values are developed in students by Mathematics. 

||এটি কেবল একটি কল্পনা যে গণিত দ্বারা শিক্ষার্থীদের মধ্যে মানসিক ক্ষমতা, শৃঙ্খলা, সাংস্কৃতিক, সামাজিক এবং নৈতিক মূল্যবোধ বিকাশ করা হয়।

C)Analytical reasoning, thinking, self-confidence and emotions are developed in students by mathematics. 

||বিশ্লেষণাত্মক যুক্তি, চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং আবেগ, গণিত দ্বারা শিক্ষার্থীদের মধ্যে বিকাশ করা হয়

D)Every student cannot comprehend the abstraction in mathematics so it should be an optional subject after class VIII

||প্রতিটি শিক্ষার্থী গণিতে বিমূর্ততা বুঝতে পারে না তাই অষ্টম শ্রেণির পরে এটি একটি ঐচ্ছিক বিষয় হওয়া উচিত।

উত্তর।।A) Mathematics should be made a compulsory subject for the students of classes/grades I to X, as a part of general education.

||সাধারণ শিক্ষার অংশ হিসাবে প্রথম থেকে দশম শ্রেণির  শিক্ষার্থীদের জন্য গণিত বাধ্যতামূলক বিষয় করা উচিত




30.Combat is

যুযুৎসু হল

UPTET-2021


a) Emotion||প্রক্ষোভ

b) Thinking||চিন্তন

c) Imagination||কল্পনা

d) Instinct||প্রবৃত্তি

উত্তর।।প্রবৃত্তি


















Comments

Popular posts from this blog

Q-2

Q-1

।।প্রথাগত, অনিয়ন্ত্রিত ও প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থা।। ।।