।।প্রথাগত, অনিয়ন্ত্রিত ও প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থা।। ।।
*️⃣ আধুনিক শিক্ষার সাংগঠনিক রূপ
- 1)প্রথাগত বা বিধিবদ্ধ শিক্ষা(formal education)
- 2)অনিয়ন্ত্রিত শিক্ষা (informal education)
- 3)প্রথাবহির্ভূত বা বিধি মুক্ত শিক্ষা( non formal education)
প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষাঃ
সংজ্ঞা- প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা হল সেই ধরনের শিক্ষা ব্যবস্থা যার মধ্যে শিক্ষার উপাদান গুলি সুনিয়ন্ত্রিত ভাবে ক্রিয়াশীল থেকে নিজের নিজের দায়িত্ব পালন করতে সক্ষম হয় এবং তার সামগ্রিক ফলশ্রুতি হিসেবে শিক্ষার্থীর জীবন বিকাশ ঘটে।
➡️ প্রথাগত শিক্ষা সংস্থার নাম - বিদ্যালয়, কলেজ,বিশ্ববিদ্যালয় ।
বৈশিষ্ট্য :-
অনিয়ন্ত্রিত শিক্ষাঃ
সংজ্ঞা - জীবনযাপনের জন্য যা কিছু জানবার প্রয়োজন তা শিশুরা দলগতvভাবে গোষ্ঠী জীবন বা পারিবারিক জীবনে বসবাস করা কালীন স্বতঃস্ফূর্তভাবে অনুকরণ এর মাধ্যমে আয়ত্ত করতে সক্ষম হয় ,আধুনিক শিক্ষা বিজ্ঞানের পরিভাষায় ওই অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়া হল অনিয়ন্ত্রিত শিক্ষা।
➡️অনিয়ন্ত্রিত সংস্থার নাম হল -পরিবার ,সমাজ, ধর্ম ,মেলা,বাজার ,প্রদর্শনী ,খেলার মাঠ,মসজিদ, গির্জা, ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠান ,লোকসংগীত, জাদুঘর ইত্যাদি।
বৈশিষ্ট্যঃ
প্রথাবহির্ভূত শিক্ষাঃ
সংজ্ঞা- প্রথাগত শিক্ষার শিক্ষালয়ের বাইরে পরিকল্পিতভাবে বা ইচ্ছাকৃতভাবে যে শিক্ষা পরিকল্পনা করা হয় তাই হলো বিধি মুক্ত বা নিয়ম বহির্ভূত বা প্রথাবহির্ভূত শিক্ষা।
➡️ প্রথা বহির্ভূত সংস্থার উদাহরণ হল- দূরাগত শিক্ষা,মুক্তবিদ্যালয়,বয়স্ক শিক্ষা কেন্দ্র
বৈশিষ্ট্য
২) বিধি মুক্ত শিক্ষা ব্যক্তি উপার্জনশীল অবস্থায়ও গ্রহণ করতে পারে।
প্রথাগত ও অনিয়ন্ত্রিত শিক্ষাব্যবস্থার পার্থক্য ঃ
প্রথাগত | অনিয়ন্ত্রিত |
---|---|
1.প্রধান স্থান বিদ্যালয় | 1.প্রধান স্থান পরিবার |
2)নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ | 2)বৃহত্তর পরিসর যুক্ত |
3.নির্দিষ্ট সময়সীমা থাকে | 3))জন্ম থেকে মৃত্যু পর্যন্ত |
4)নিয়মিত শিক্ষা | 4)অনিয়মিত শিক্ষা |
5)পূর্বনির্ধারিত পাঠক্রম থাকে | 5)পাঠক্রম থাকেনা |
6)শিক্ষা গ্রহণে বয়স নির্দিষ্ট | 6)নির্দিষ্ট নয় |
7)নিয়ন্ত্রিত পরিবেশে ঘটে | 7)অনিয়ন্ত্রিত পরিবেশে ঘটে |
8)মূল্যায়ন ও পরীক্ষা শেষে সার্টিফিকেট এর ব্যবস্থা থাকে | 8)এরূপ কোন ব্যবস্থা থাকে না |
9)খরচ সাপেক্ষ | 9)বিনা ব্যয়ে সংঘটিত হয় |
10)বিবিধ শিক্ষণ পদ্ধতি ব্যবহার হয় | 10)শিক্ষণ পদ্ধতি ব্যবহার হয়না |
প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে তফাৎ
প্রথাগত | প্রথা বহির্ভূত |
---|---|
বিবিধ শিক্ষন পদ্ধতি ও শিক্ষক-শিক্ষার্থী মিথস্ক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। | স্বয়ং শিখন |
প্রবেশের বয়স নির্দিষ্ট থাকে | যেকোন বয়স |
শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট | সাধারণত নির্দিষ্ট থাকে না |
নিয়ম কানুন কঠোর | অপেক্ষাকৃত শিথিল। |
ব্যয় সাপেক্ষ | অপেক্ষাকৃত কম |
প্রেষণা শিক্ষকের দ্বারা আনীত হয় | শিক্ষার্থী স্বয়ং প্রেষিত হয় |
Comments
Post a Comment