Q-1

 1.উইলিয়াম উণ্ড কে মনোবিদ্যা তথা আধুনিক মনোবিদ্যার জনক হিসাবে বিবেচনা করা হয়।তিনি প্রথম 1879 সালে জার্মানে  লিপজিগ শহরে প্রথম মনোবিদ্যার পরীক্ষাগার তৈরি করেন।

2.ইউলিয়াম জেমসকে আমেরিকার মনোবিদ্যার জনক বলা হয়।

3.শিশু মনোবিদ্যার জনক- জ্যা পিয়াঁজে

4.শিশুকেন্দ্রিক শিক্ষার জনক -রুশো

5.আচরনবাদ তত্ত্বের জনক -জে বি ওয়াটসন

6. ভারতের মনোবিদ্যার জনক-নরেন্দ্র নাথ সেন গুপ্ত

7.মনোবিদ্যার আদিপুরুষ -অ্যারিস্টোটল  

8.প্রয়োগমূলক মনোবিদ্যার জনক- রুশো


NB:-Option এ যদি উইলিয়াম উন্ড না থাকে এবং যদি উইলিয়াম জেমস থাকে সেক্ষেত্রে উইলিয়াম জেমস হবে।





Comments

Popular posts from this blog

Q-2

।।প্রথাগত, অনিয়ন্ত্রিত ও প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থা।। ।।