Q-3

 ১) জ্যা পিয়াঁজে একজন সুইজারল্যাণ্ডের মনোবিজ্ঞানী ও দার্শনিক ছিলেন।

২) জ্যা পিয়াঁজে প্রজ্ঞামূলক বা জ্ঞান মূলক বিকাশ সমন্ধে ধারনা দেন।

৩) প্রজ্ঞামূলক বিকাশের চারটি স্তর।

যথা-

1)সংবেদন-সঞ্চালন স্তর 

( Sensory-Motor Stage) :(জন্ম থেকে 2 বছর)

2)প্রাক সক্রিয়তার স্তর :

(Preoperational Stage) (2 -7 বছর)

3)মূর্ত সক্রিয়তার স্তর :

(Concrete operations stage)  (7 -11 বছর)

4)যৌক্তিক সক্রিয়তার স্তর

 (Formal operations stage) (11 বছর থেকে সমগ্র কৈশোর কাল)


মূর্ত সক্রিয়তা স্তরে  একটি শিশু বস্তু এবং ঘটনা সম্পর্কে যৌক্তিকভাবে চিন্তা করতে শুরু করে।





Comments

Popular posts from this blog

Q-2

Q-1

।।প্রথাগত, অনিয়ন্ত্রিত ও প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থা।। ।।