Q-3
১) জ্যা পিয়াঁজে একজন সুইজারল্যাণ্ডের মনোবিজ্ঞানী ও দার্শনিক ছিলেন।
২) জ্যা পিয়াঁজে প্রজ্ঞামূলক বা জ্ঞান মূলক বিকাশ সমন্ধে ধারনা দেন।
৩) প্রজ্ঞামূলক বিকাশের চারটি স্তর।
যথা-
1)সংবেদন-সঞ্চালন স্তর
( Sensory-Motor Stage) :(জন্ম থেকে 2 বছর)
2)প্রাক সক্রিয়তার স্তর :
(Preoperational Stage) (2 -7 বছর)
3)মূর্ত সক্রিয়তার স্তর :
(Concrete operations stage) (7 -11 বছর)
4)যৌক্তিক সক্রিয়তার স্তর
(Formal operations stage) (11 বছর থেকে সমগ্র কৈশোর কাল)
মূর্ত সক্রিয়তা স্তরে একটি শিশু বস্তু এবং ঘটনা সম্পর্কে যৌক্তিকভাবে চিন্তা করতে শুরু করে।
Comments
Post a Comment