মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞানের সংজ্ঞা।। মনোবিজ্ঞানের পরিসর||

  মনোবিজ্ঞানের শব্দগত অর্থ হলো মনের বিজ্ঞান। মনোবিজ্ঞান শব্দের ইংরেজি সমার্থক শব্দ Psychology (সাইকোলজি) যেটি গ্রিক শব্দ Psyche (সাইকি) এবং Logos (লোগাস) শব্দের সমাহারে সৃষ্টি হয়েছে।Psyche শব্দের অর্থ আত্মা (Soul)  এবং Logos শব্দের অর্থ হল বিদ্যা বা বিজ্ঞান অর্থাৎ মনোবিজ্ঞান হল আত্মার বিজ্ঞান।Psychology শব্দটি প্রথম ১৫৯০ খ্রীস্টাব্দে জার্মান দার্শনিক রুডলফ গোক্লেনিয়াস  (Rudolph Goclenius ) তার লেখা বই Psycholgiaতে উল্লেখ করেন।



মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। ব্যক্তির প্রত্যক্ষণ(Perception) , প্রজ্ঞা (cognition) ,  মনোযোগ (attention), প্রক্ষোভ (emotion),বুদ্ধি (Intelligent) প্রেষণা( motivation)   মস্তিষ্কে ক্রিয়া-কলাপ (brain functioning) , চিন্তন ইত্যাদি  আচরণের ধারাক্রমানুসারে (Systematically) অধ্যয়ন করা হয় এই শাখায়।

মনোবিজ্ঞান প্রথম দিকে দর্শন শাস্ত্রের একটি শাখা ছিল। প্রথম অ্যারিস্টোটল দর্শনশাস্ত্র থেকে মনোবিজ্ঞান কে পৃথক করেন। এই কারণে অনেকে এরিস্টটলকে মনোবিজ্ঞানের জনক বলে গণ্য করেন।

মনবিজ্ঞানের অর্থের ক্রমবিবর্তন 

সময়ের সাথে মনোবিজ্ঞানের অর্থের গতিপ্রকৃতি বদলাতে থাকে। এই অর্থের গতিপ্রকৃতি  সঠিকভাবে বুঝতে চারটি ভাগে ভাগ করে নিয়ে আলোচনা করা হল। 

যথাঃ-

১) আত্মার বিজ্ঞান

২) মনের বিজ্ঞান

৩) চেতনার বিজ্ঞান

৪) আচরনের বিজ্ঞান





১) আত্মার বিজ্ঞানঃ 

ষোড়শ শতাব্দীতে গ্রিসের দার্শনিকরা মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞানীরা মনে করতেন অ্যারিস্টোটলের মতে মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান (Psychology is a science of soul). 
এই ধারণা ষোড়শ শতাব্দীর শেষ পর্যন্ত চলতে থাকে। সক্রেটিস,  প্লেটো,  অ্যারিস্টোটল প্রমুখ পন্ডিতরা এই চিন্তার বাহক ছিলেন। প্রথম অ্যারিস্টোটল দর্শন থেকে মনোবিজ্ঞান কে পৃথক করেন। এই কারণে অনেকে এরিষ্টটলকে মনোবিজ্ঞানের জনক বলে গণ্য করেন।

২) সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে মনোবিজ্ঞানের মনোবিজ্ঞান এর ধারণা বদল ঘটতে থাকে। বলা হয় আত্মা পরীক্ষণীয় ভাবে প্রমানিত নয়। এর প্রকৃতি ও অবস্থান সঠিক নয়। তাই আত্মার বদলে মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞান বলা হতে থাকে। জন লক, কান্ট,হাবস প্রমুখ মনোবিজ্ঞানীরা এই ধারণার সাথে সহমত পোষণ করেন।

হোলডিং এর মতে মনোবিজ্ঞান হল মনের বিজ্ঞান (Psychology is the science of mind).  

৩) সপ্তদশ শতাব্দীতে রেনি ডেসকাটেস মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞান বলতে অসম্মত হন। মনোবিজ্ঞানকে মনের বিজ্ঞানের বদলে চেতনার বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা করেন ( Science of Conscious)। চেতনা বলতে সংবেদন কল্পনা প্রতিচ্ছবি মানসিক ক্রিয়া ইত্যাদি বোঝায়। 

এই ধারণার যারা বাহক ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন উইলিয়াম জেমস, উইলিয়াম উন্ড,আঙ্গেল প্রমুখ।  আঙ্গেল মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান বলেছেন। চেতনাকে অধ্যয়ন করার জন্য অন্তদর্শন (Introspection)   নামে এক পদ্ধতির সূচনা হয়।

চেতনা-এই ধারণার বশবর্তী মনোবিদদের Structuralist বলা হয়ে থাকে।Structuralism মতবাদের পথিকৃৎ হলেন ইউলিয়াম উণ্ড। ইউলিয়াম উণ্ড কে আধুনিক মনোবিজ্ঞানের জনক বলা হয়। উইলিয়াম উণ্ড (Wilhem wundt) মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষার পরীক্ষাগার জার্মানির লিপজিঙ্গ (Leipzig)  বিশ্ববিদ্যালয়ে স্থাপন করেন। উইলিয়াম উণ্ডকে মনোবিজ্ঞান তথা প্রায়োগিক মনোবিদ্যার জনক ( Father of experimental   Psychology)বলা হয়।

 প্রসঙ্গত দর্শনশাস্ত্র কে মনোবিজ্ঞানের জনক বলা হয়। শিশু মনোবিজ্ঞানের জনক হলেন জ্যাঁ পিঁয়াজে (jean Piaget)


ভারতে প্রথম মনোবিজ্ঞান পরীক্ষাগার তৈরি করেন নরেন্দ্রনাথ সেনগুপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে।উনাকে ভারতের মনোবিদ্যার জনক বলা হয়।

৪)আচরনের বিজ্ঞানঃ

বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে আচরণ বাদের আধিপত্য দেখা যায়। এই সময় মনোবিজ্ঞানকে



Comments

Popular posts from this blog

Q-2

Q-1

।।প্রথাগত, অনিয়ন্ত্রিত ও প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থা।। ।।