ফ্রয়েডের যৌন মনস্তাত্ত্বিক বিকাশ:

ফ্রয়েডের মতে মানুষের ব্যক্তিত্ব বিকাশের সাথে যৌনতার সম্পর্ক আছে।ফ্রয়েডের মতে মানুষকে শিশুকাল থেকে পাঁচটি যৌনস্তরের মধ্য দিয়ে যেতে হয়।

 ১)মৌখিক অবস্থা (oral stage),

২)পায়ু অবস্থা (anal stage),

৩)শিশ্ন অবস্থা (phallic stage),

৪)সুপ্তযৌন অবস্থা (latency stage),

৫)উপস্থ অবস্থা (genital stage)।


ইডিপাস কমপ্লেক্স

   ইডিপাস রেক্স নামক গ্রীক নাটকে ইডিপাস নামক এক রাজা পূর্বের অভিশাপের কারনে তার বাবার রাজ্য দখল করে বাবাকে হত্যা করে সে তার মাকে বিয়ে করে,ফ্রয়েড এই রাজার নাম অনুসারে শিশুর অবচেতন মনে থাকা মায়ের প্রতি যৌন কামনার নামকরন করেন ইডিপাস কম্পলেক্স। 

ইডিপাস কম্পলেক্স হল শৈশবকালে মায়ের প্রতি আকর্ষন বা অনুরাগ থাকে ও বাবার প্রতি এক বিকর্ষণ কাজ করে।এই ঘটনাকে ইডিকম্পলেক্স বলে।


ইলেকট্রা কমপ্লেক্স

   নারীদের ক্ষেত্রে শিশুকালে থেকে তার বাবার প্রতি অনুরাগ বা আকর্ষন থাকে এবং মায়ের প্রতি বিকর্ষন থাকে।এই ঘটনাকে ফ্রয়েড নারীবাদী ইডিপাস কম্পলেক্স বা ঋণাত্মক ইডিপাস কম্পলেক্স আখ্যা দেন।

গ্রীক লোককথা অনুযায়ী, ইএকট্রা নামক এক নারী তার ভায়ের সাথে মিলিত হয়ে তার মা কে হত্যা করে তার বাবাকে বিয়ে করে।এই কাহিনীর উপর ভিত্তি করে কার্ল ইয়ং নারীবাদী ইডিপাস কম্পলেক্স এর নাম বদলে ইলেকট্রা কম্পলেক্স নাম করন করে।




Comments

Popular posts from this blog

Q-2

Q-1

।।প্রথাগত, অনিয়ন্ত্রিত ও প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থা।। ।।