মৌলিক প্রবৃত্তি।।ম্যাকডুগাল।।
প্রবৃত্তি কি?
মানুষ সমাজ দ্বারা প্রভাবিত হয়ে তার বেশিরভাগ কাজ করে থাকে, কিন্তু তার জন্মগত বা প্রাকৃতিক সূত্রে পাওয়ার কারণে কিছু কাজ করে থাকে।স্বভাবজাত প্রভাবে যে কার্য করে থাকে সেটাই হল প্রবৃত্তি।
এককথায় প্রবৃত্তি হল জীবের স্বাভাবিক কিছু আচরনের চালিত শক্তি বা প্রবনতা যা জন্মগত বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত।এটি শিক্ষার মাধ্যমে পাওয়া নয়।যেমন বাবুই পাখি বাসা বোনা বা গরুর বাচ্ছা জন্মানোর সাথে তার মায়ের দুধের বোটাতে মুখ লাগিয়ে দুধ খাওয়া-এগুলি হল সহজাত প্রবৃত্তি বা মৌলিক প্রবৃত্তি।
কিন্তু কোনো ব্যক্তি ধুমপান করার প্রবনতা প্রবৃত্তি হিসাবে ধরা হয় না।
মৌলিক প্রবৃত্তির বৈশিষ্ট্যঃ
উইলিয়াম ম্যাকডুগালের কথায় - 'মৌলিক প্রবৃত্তিগুলি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে মানুষের কর্মের প্রধান চালক। মৌলিক প্রবৃত্তি গুলি যদি মানুষের মধ্য থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে মানুষ কোনো কাজ করতে পারত না।এটি একটি ভাল ঘড়ির মতো একইভাবে গতিহীন এবং নিশ্চিল হয়ে উঠবে যার ব্যাটারী সরানো হয়েছে বা একটি বাষ্পীয় ইঞ্জিন যার আগুন নিভিয়ে ফেলা হয়েছে। '
ম্যাকডুগালের উল্লেখিত ১৪ টি প্রবৃত্তি:
মৌলিক প্রবৃত্তি | প্রক্ষোভ |
---|---|
পলায়ন(Escape) | ভয়(Fear) |
যুযুৎসু (Combat) | রাগ( Anger) |
নিবৃত্তি,অপ্রিয়তা(Repulsion) | ঘৃনা (Disgust) |
অপত্য প্রতিপালন(parental) | বাৎসল্য (Tender Emotion) |
আবেদন( Appeal) | কষ্ট ( Distress) |
কাম (sex) | কামুকতা (lust) |
কৌতূহল (Curiosity) | আশ্চর্য (wondar) |
আত্মহীনতা (Self Abasement) | পরাধীনতার ভাবনা(Feeling of Subjection) |
আত্ম প্রদশন(Self- Assertion) | শ্রেষ্ঠত্বের ভাবনা (Feeling of Superiority) |
যূথচারিতা (Gregariousness) | একাকিত্ব (Loneliness) |
খাদ্য অন্বেষণ (Food Seeking) | ক্ষুধা(Appetite) |
(অধিগ্রহন)Acquisition | মালিকানার ভাবনা( Feeling of Ownership ) |
সং রচনা (Construction) | সৃষ্টির আনন্দ (Feeling of Creativeness) |
হাসি(Laughter) | আমোদ (Amusement) |
Comments
Post a Comment