নির্মিতিবাদ

 




মানুষ কিভাবে শেখে? কিভাবে তার জ্ঞান নির্মাণ হয়? মনোবিজ্ঞানীদের এই সকল প্রশ্ন নিয়ে কৌতূহলের অন্তর নেই।

নির্মিতিবাদ মানুষের জ্ঞান কিভাবে নির্মিত হয় তার কথায় আলোচনা করে। নির্মিতি বাদীদের মতে জ্ঞান ছোট ছোট এককে নির্মাণ হয়ে থাকে। জ্ঞান নির্মাণ হয় পূর্ব জ্ঞানের ভিত্তিতে। শিশুরা বিদ্যালয়ে শেখার সময় তারা পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিশু নিজে তার জ্ঞান নির্মাণ করে। জ্ঞানের নির্মাণ হয় থাকে, সঞ্চালন হয় না। নির্মিতিবাদে শিক্ষকের ভূমিকা একজন ফ্যাসিলেটর হিসাবে গণ্য করা হয়ে থাকে।

উদাহরণস্বরূপ বলা যায় একটি বিল্ডিং যেমন এক একটি ইট দ্বারা নির্মিত হয় তেমনি জ্ঞান ও পূর্ব জ্ঞান দ্বারা নির্মিত হয়ে থাকে।






নির্মিতি বাদের বৈশিষ্ট্যঃ



১) এটি শিশুকেন্দ্রিক শিখন।
২) শিক্ষার্থী নিজে তার জ্ঞান নির্মাণ করে।
৩) মিথস্ক্রিয়া মাধ্যমে জ্ঞান নির্মান দ্রুত হয়।
৪) পরিস্থিতি অনুযায়ী (Situated learning) শিখন ঘটে।
৫) বাস্তব জগতে হাতে কলমে শিখন সংঘটিত হয়।(Real world practical learning)
৬) দলগত শিখনে(Group learning ) জ্ঞান নির্মাণ দ্রুত হয়।
৭) পূর্ব জ্ঞান এর সাথে সমন্বয়
৮) ধারণাগুলোর বহিঃপ্রকাশ( Sharing Ideas)
৯) সহযোগিতামূলক শিখন
১০) অভিজ্ঞতা মূলক শিখন
১১) সক্রিয়তা ভিত্তিক শিখন
১২) সমস্যা সমাধান মুলক শিখন।

 আচরণবাদ ও নির্মিতিবাদের এর দৃষ্টিভঙ্গির তফাৎ:


আচরণ বাদের জনক ছিলেন ওয়াটসন। আচরণবাদের মতে শিশুরা  যা কিছু দেখে  তাই শেখে। আচরণবাদের সমাপ্তি ঘটে নির্মিতিবাদ এর মধ্য দিয়ে। বর্তমানে শিক্ষাক্ষেত্রে নির্মিতিবাদ চিন্তা ধারা বহুলভাবে প্রচলিত। শেষ আচরণবাদী নাম হিসাবে স্কিনার উল্লেখযোগ্য। নির্মিতিবাদ এর মতে শিশু যা দেখে শুধু মাত্র শেখে তাই নয়  বরং বাইরেে থেকে জ্ঞান প্রক্রিয়াকরণ করে থাকে।










পিঁয়াজের প্রজ্ঞামূলক নির্মিতিবাদ ও বাইগটস্কির সমাজ নির্মিতিবাদ


নির্মিতিবাদ বর্তমানে শিক্ষা বিজ্ঞানের বৃহত্তর ক্ষেত্র দখল করেছে। দুই ধরনের নির্মিতিবাদ এখানে আলোচনা করা হবে। পিঁয়াজের প্রজ্ঞামূলক নির্মিতিবাদ এবং বাইগটস্কির  সমাজ নির্মিতিবাদ বা সমাজনির্ভর নির্মিতি বাদ। পিঁয়াজের  প্রজ্ঞামূলক নির্মিতিবাদ (Cognitive Constructivism) , Radical Constructivism, ব্যক্তিনির্ভর নির্মিতিবাদ ( Personal Constructivism/ Individual Constructivism)  নামে ও পরিচিত।

পিয়াজের মতে ব্যক্তি নিজে জ্ঞান নির্মাণ করে আর বাইগটস্কির মতে ব্যক্তি শুধুমাত্র নিজে নয় সমাজের মধ্যে মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান নির্মিত হয়।তাই   বাইগটস্কির নির্মিতিবাদ কে সমাজ নির্মিতিবাদ বলা হয়।




নির্মিতিবাদ এই মতবাদের কয়েকজন সমর্থকঃঃ


জ্যা পিয়াজের, জি এস ব্রুনার, বাইগটস্কি, নেলসন গুডসেন, গার্ডনার।

Comments

Popular posts from this blog

Q-2

Q-1

।।প্রথাগত, অনিয়ন্ত্রিত ও প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থা।। ।।