Q-6
থাকে।
বিভিন্ন ধরনের শিখন সংক্রান্ত অক্ষমতা:
1.
ডিসলেক্সিয়া - পঠনে সমস্যা
লক্ষন
১)অক্ষর গুলো উল্টো করে পড়া- যেমন Saw কে was পড়া
২) একটি একটি শব্দে ধীরে ধীরে পড়া
৩)পড়ার সময় কোনো শব্দ বা লাইন বাদ দিয়ে পড়া
৪) বাক্যে অবস্থিত শব্দ কে আগে পরে পড়া
2.
ডিসগ্রাফিয়া - লেখার সমস্যা
লক্ষন
১)শব্দ বা বাক্য লেখার সময় ফাক অনেক বেশি বা কম হয়।
২) কলম সঠিক ভাবে ধরতে পারে না
৩)বাক্যে একই শব্দ পূনারাবৃত্তি ঘটতে দেখা যায়।
3.
ডিসক্যালকুলিয়া - গণনা করা সমস্যা
লক্ষন
১)গানিতিক কার্যকরন বুঝতে অসুবিধা হয়।
২) সংখ্যা চিনতে অসুবিধা হয়
৩)বস্তুর আকৃতির তারতম্য বুঝতে অসুবিধা হয়।
৪) সময়,টাকা পয়সার লেনদেন বুঝতে অসুবিধা হয়
.4.
Attention Deficit Hyperactivity Disorder- ADHD
লক্ষন
১)
২)
৩)বস্তুর আকৃতির তারতম্য বুঝতে অসুবিধা হয়।
৪) সময়,টাকা পয়সার লেনদেন বুঝতে অসুবিধা হয়
5.
লক্ষন:
১) এই সমস্ত শিশুদের মনোযোগের অভাব ঘটে।
২) আবেগের ঘন ঘন পরিবর্তন ঘটে।
৩) এই সমস্ত শিশুর ক্লাসে অস্থিরতা দেখা দেয় এবং শিক্ষক ও অনান্য শিক্ষার্থীর ডিস্টার্ব করতে থাকে।
৪) প্রাথমিক বিদ্যালয়ে মেয়েদের থেকে ছেলেদের এই সমস্যা বেশি দেখা যায়।
6.Dyspraxia -সমন্বয় সাধনে অক্ষমতা
Comments
Post a Comment