মৌলিক প্রবৃত্তি।।ম্যাকডুগাল।।
প্রবৃত্তি কি? মানুষ সমাজ দ্বারা প্রভাবিত হয়ে তার বেশিরভাগ কাজ করে থাকে, কিন্তু তার জন্মগত বা প্রাকৃতিক সূত্রে পাওয়ার কারণে কিছু কাজ করে থাকে।স্বভাবজাত প্রভাবে যে কার্য করে থাকে সেটাই হল প্রবৃত্তি। এককথায় প্রবৃত্তি হল জীবের স্বাভাবিক কিছু আচরনের চালিত শক্তি বা প্রবনতা যা জন্মগত বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত।এটি শিক্ষার মাধ্যমে পাওয়া নয়।যেমন বাবুই পাখি বাসা বোনা বা গরুর বাচ্ছা জন্মানোর সাথে তার মায়ের দুধের বোটাতে মুখ লাগিয়ে দুধ খাওয়া-এগুলি হল সহজাত প্রবৃত্তি বা মৌলিক প্রবৃত্তি। কিন্তু কোনো ব্যক্তি ধুমপান করার প্রবনতা প্রবৃত্তি হিসাবে ধরা হয় না। মৌলিক প্রবৃত্তির বৈশিষ্ট্যঃ ১) মৌলিক প্রবৃত্তি বংশগত বা জন্ম গত। ২) মৌলিক প্রবৃত্তিগুলি বিশ্বের একই প্রজাতির সমস্ত প্রাণীর মধ্যে পাওয়া যায়। সুতরাং এগুলি সর্বজনীন বৈশিষ্ট্যের সাথে মিলিত হয়। ৩)মৌলিক প্রবৃত্তির জন্য কোনও প্রশিক্ষণের প্রয়োজন হয় না। ৪) প্রতিটি মৌলিক প্রবণতা একটি লক্ষ্যের দিকে ধাবিত হয়। ৫)প্রবৃত্তি গুলি হ'ল লক্ষ্য-নির্দেশিত এবং সহজাত আচরণের নিদর্শন যা শিক্ষা বা অভিজ্ঞতার ফলাফল নয়। ৬) প্রবৃত্তি কোনো নি...