Q-9

 






Key point:

 ১)ওয়ার্দিমার (Wertheimer), কুর্ট কফকা (Kurt Koffka) ও উলফগ্যাং কোহলার (Wolfgang Kohler)  সমগ্রতাবাদী শিখনের কৌশলরূপে অন্তর্দৃষ্টি তত্ত্বের ধারনা দেন।
২)গেস্টাল্ট শব্দটি জার্মান শব্দ থেকে এসেছে।
৩)গেস্টাল্ট কথার অর্থ সমগ্ররূপ বা অবয়ব।
৪) সমস্যা সমাধান মূলক শিখনের কৌশল হিসাবে অন্তদৃষ্টি মূলক শিখন কৌশল গুরুত্বপূর্ন।
৫) গেস্টালবাদীদের মতে, প্রাণী প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শেখে না,  প্রানী সমস্যামূলক পরিস্থিতির আংশিকরূপ প্রত্যক্ষন করে উপলব্ধি করে না,বরং সমস্যার সামগ্রিক রূপ উপলব্ধির মাধ্যমে প্রাণী সমস্যা সমাধান করে। এই উপলব্ধি হঠাৎ আসে,  এই হঠাৎ প্রত্যক্ষণ কে তাঁরা  অন্তর্দৃষ্টি বলেছেন। 

৬)অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন কে অন্তর্দৃষ্টি মূলক শিখন বলে। 








Comments

Popular posts from this blog

Q-2

Q-1

।।প্রথাগত, অনিয়ন্ত্রিত ও প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থা।। ।।